ন্যাশনাল ইয়ুথ প্যারা গেমস ২০২৫-এ আমাদের বিজয়ীদের উদযাপন

01 Dec 2025
National Youth Para Games 2025: Para Swimming Awards Ceremony

গ্যালারিভর্তি মানুষের করতালির শব্দ আর সুইমিং পুলের পানির ঝাপটায় অন্যরকম এক আবহ তৈরি হয়। গত ১০ অক্টোবর, ২০২৫, শুক্রবার মিরপুরের সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে ঠিক সেই উন্মাদনা আর প্রাণশক্তিই অনুভূত হয়েছে।

ন্যাশনাল ইয়ুথ প্যারা গেমস ২০২৫-এ অংশগ্রহণকারী আমাদের অদম্য তরুণ অ্যাথলেটদের উদযাপনের দিনটি ছিল সত্যিই স্মরণীয়। এই গেমস কেবল পদক জয়ের লড়াই নয়; বরং এটি বিশ্বকে দেখিয়ে দেওয়ার সুযোগ যে—দৃঢ় ইচ্ছা আর কঠোর পরিশ্রম থাকলে যেকোনো কিছুই সম্ভব।

অনুপ্রেরণাময় এক সকাল

অনুষ্ঠানটি শুরু হয় বাংলাদেশ ন্যাশনাল প্যারা অলিম্পিক কমিটির মহাসচিব ডা. মারুফ আহমেদ মৃদুল-এর উষ্ণ অভ্যর্থনার মধ্য দিয়ে। বিশ্বের দরবারে নিজেদের তুলে ধরতে প্রস্তুত এই একঝাঁক তরুণকে দেখে তিনি তাঁর গর্বের কথা ব্যক্ত করেন।

পুরস্কার বিতরণী শুরু হতেই দর্শকদের উত্তেজনা আরও বেড়ে যায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের যুগ্ম কমিশনার এবং কমিটির সহ-সভাপতি মোহাম্মদ নাসিরুল ইসলাম। তিনি আমাদের মনে করিয়ে দেন যে, এই অ্যাথলেটরাই বাংলাদেশের প্রকৃত হিরো; যারা প্রমাণ করেছেন যে শারীরিক সীমাবদ্ধতা কখনো অদম্য স্পৃহার পথে বাধা হতে পারে না।

আমাদের কমিউনিটির সমর্থন

আমাদের এই যাত্রায় পাশে ছিলেন বেশ কয়েকজন বিশেষ বন্ধু ও সহযোগী। ফ্রেশওয়ে, স্পেশাল অলিম্পিকস বাংলাদেশ এবং বাংলাদেশ সুইমিং ফেডারেশনের নেতৃবৃন্দ বিজয়ীদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন।

এই আয়োজনে বিশেষ সহযোগিতার জন্য ফ্রেশওয়ে (FreshWay)-কে অসংখ্য ধন্যবাদ। তাদের এই সমর্থন আমাদের তরুণদের নিজেদের প্রতিভা বিকাশে এক বড় প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে।

সামনে আমাদের লক্ষ্য

পুরস্কার নেওয়ার সময় অ্যাথলেটদের মুখে যে আনন্দের ঝিলিক দেখা যাচ্ছিল, তা ছিল অমূল্য। অনেকের জন্যই এটি কেবল শুরু। এই গেমস তাদের আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার মতো বড় স্বপ্নের পথে একটি শক্তিশালী সিঁড়ি হিসেবে কাজ করবে।

আমাদের সাঁতারুদের উদ্দেশ্যে বলছি: তোমরা দেখিয়ে দিয়েছ যে পানির কোনো বাধা নেই। আর আমাদের সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। আপনাদের সাথে নিয়েই আমরা এক অন্তর্ভুক্তিমূলক এবং ক্রীড়াবান্ধব বাংলাদেশ গড়ে তুলছি।

আমাদের অ্যাথলেটদের স্বর্ণজয়ের লক্ষ্যের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন!