দুবাই ২০২৫ এশিয়ান ইয়ুথ প্যারা গেমসে বাংলাদেশের ঐতিহাসিক সাফল্য

08 Dec 2025
বাংলাদেশের প্যারা অ্যাথলেটদের দুবাই ২০২৫ এশিয়ান ইয়ুথ প্যারা গেমসে স্বর্ণ ও ব্রোঞ্জ পদক অর্জনের মুহূর্ত

দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়ান ইয়ুথ প্যারা গেমস ২০২৫ বাংলাদেশের প্যারা ক্রীড়াঙ্গনের ইতিহাসে এক স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। সীমিত সুযোগ-সুবিধা ও নানা প্রতিবন্ধকতার মাঝেও বাংলাদেশের প্যারা অ্যাথলেটরা আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের সক্ষমতার উজ্জ্বল প্রমাণ দিয়েছেন।

এই গেমসে বাংলাদেশের প্যারা অ্যাথলেট চৈতি রাণী দেব অসাধারণ কৃতিত্ব স্থাপন করেন। তিনি জ্যাভলিন থ্রো ইভেন্টে এবং ১০০ মিটার দৌড়ে একটি করে মোট দুটি স্বর্ণপদক অর্জন করে ইতিহাস গড়েন। তাঁর এই ডাবল স্বর্ণ জয় বাংলাদেশের প্যারালিম্পিক আন্দোলনের জন্য একটি বড় মাইলফলক।

প্যারা সাঁতারে দেশের আরেক গর্ব মো. শহীদুল্লাহ ৫০ মিটার ফ্রিস্টাইলে স্বর্ণপদক এবং ১০০ মিটার ফ্রিস্টাইলে ব্রোঞ্জপদক অর্জন করে বাংলাদেশের পদক তালিকাকে আরও সমৃদ্ধ করেন। পাশাপাশি দলগত ইভেন্টে বাংলাদেশ নারী হুইলচেয়ার বাস্কেটবল দল ব্রোঞ্জপদক জিতে দেশের প্যারা দলগত ক্রীড়ার সম্ভাবনাও তুলে ধরেছে।

এই সাফল্য কেবল ব্যক্তিগত অর্জন নয়; এটি বাংলাদেশের প্যারা ক্রীড়াঙ্গনের জন্য এক ঐতিহাসিক অর্জন, যা দেশের হাজারো প্রতিবন্ধী ক্রীড়াবিদের স্বপ্ন ও সম্ভাবনার প্রতীক। চৈতি ও শহীদুল্লাহর সাফল্য প্রমাণ করে—সঠিক সহায়তা, প্রশিক্ষণ ও সুযোগ পেলে প্রতিবন্ধকতাকে জয় করে আন্তর্জাতিক পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন সম্ভব।

এই অর্জন একই সঙ্গে সরকার ও বেসরকারি প্রতিষ্ঠানের আরও শক্তিশালী সহযোগিতার প্রয়োজনীয়তাও তুলে ধরে। বাড়তি অর্থায়ন, অন্তর্ভুক্তিমূলক ক্রীড়া কর্মসূচি, সহজপ্রাপ্য প্রশিক্ষণ কেন্দ্র এবং দীর্ঘমেয়াদি উন্নয়ন কাঠামোর মাধ্যমে বাংলাদেশের প্যারালিম্পিক আন্দোলনকে আরও এগিয়ে নেওয়া সম্ভব।

দুবাই ২০২৫ এশিয়ান ইয়ুথ প্যারা গেমসে বাংলাদেশের এই বিজয় অন্তর্ভুক্তিমূলক ক্রীড়া বিকাশে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং দেশের প্যারা অ্যাথলেটদের অসামান্য সক্ষমতাকে জাতির সামনে আরও গর্বের সঙ্গে উপস্থাপন করবে।