আম্পুটি ফুটবল উৎসব
সোমবার ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশের (এনপিসি) আয়োজনে জাতীয় সংসদ ভবনের পাশে ফাইয়াজ স্টেডিয়ামে দিনব্যাপী ফুটবল প্রশিক্ষণ ও ট্র্রায়াল শেষে ২০ জনকে প্রাথমিকভাবে বাছাই করা হয়। যারা আগামীতে ঘরোয়া ও আন্তর্জাতিক আসর মাতাবেন।
সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদ অঙ্গহীন ফুটবলারদের অনুষ্ঠানে এসে আবেগে আপ্লুত। তার কথা, ‘আমাদের আল্লাহ সব দিয়েছেন। আমরা দেশের তারকা হয়েছি ফুটবল খেলে। তবে শারীরিকভাবে প্রতিবন্ধীরাও যে এত ভাল ফুটবল খেলে, তা এখানে না আসলে দেখতে পেতাম না। আমি এই খেলোয়াড়দের সঙ্গে থাকব সব সময়।’
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সেলিম ফকির ও কায়সার হামিদ। এ সময় সাবেক ফুটবলার মামুনুল ইসলাম, ম্যাঙ্গোলাইন পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ইয়াকুব সুজন ভূঁইয়া, স্পোর্টস ফর হোপ অ্যান্ড ইন্ডিপেন্ডেন্সের প্রতিষ্ঠাতা ও সিইও শারমিন ফারহান, আইসিআরসির ম্যানেজার সুভাষ সিনহা, এনপিসির সাধারন সম্পাদক ড. মারুফ আহমেদ এবং যুগ্ম সম্পাদক ও সাবেক ক্রিকেটার সানোয়ার হোসেন উপস্থিত ছিলেন।