তাজউদ্দিন ইনডোর স্টেডিয়ামে প্যারা ব্যাডমিন্টন শুরু

25 Nov 2025
Bangladesh para athletes competing in para badminton

ক্রীড়া বার্তা পরিবেশক
বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫

বৃহস্পতিবার,(২১ আগস্ট ২০২৫)শহিদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে শুরু হয়েছে জাতীয় প্যারা ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের খেলা। ঢাকা এবং দেশের বিভিন্ন জেলার প্রায় একশ’ প্যারা শাটলার খেলতে এসেছেন দুদিনব্যাপী এই টুর্নামেন্টে। এর আগে প্রতিযোগিতার উদ্বোধন করেন জাতীয় ব্যাডমিন্টনের চার সেরা শাটলার খন্দকার আবদুস সোয়াদ, গৌরব সিংহ, উর্মি আক্তার ও নাছিমা খাতুন। তাদেরকে একমঞ্চে নিয়ে আসেন ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশের সাধারন সম্পাদক ড. মারুফ আহমেদ মৃদুল।

প্যারা শাটলারদের উৎসাহ দিতে আসেন জুলাইযোদ্ধা জাভেদ ইকরাম লিওন। গত বছরের ৪ আগষ্ট কাওরানবাজারে অফিস থেকে নেমে বাসায় যাওয়ার সময় যোগ দেন ছাত্র-জনতার গণআন্দোলনে। এরপর বাঁ পায়ে গুলিবিদ্ধ হন তিনি। প্যারা শাটলাদের খেলা দেখতে এসে তিনি বলেন, ‘এখন আমিও তাদের মতো। তাই এ প্যারা শাটলাদেরকে উৎসাহ দিতে এসেছি এখানে।’

ইয়ামিনের কথা, ‘আমি বিশ্ব আসর থেকে পদক জিতেছি। র‌্যাংকিংয়েও অনেক উন্নতি করেছি। কিন্তু ২০২৩ সালের পর আর কোথাও খেলার জন্য ডাক পাইনি।’ তিনি যোগ করেন, ‘দোকান চালিয়ে খেলতে আসি। যদি আমাদেরকে বেতন দেয়া হতো, তাহলে আমরা প্যারা ব্যাডমিন্টনে আরও বেশি সময় দিয়ে দেশের জন্য আরও পদক জিতে আনতে পারতাম।’ ইয়ামিনের বড় বোনের স্বামী আশরাফ আলী এবার ইয়ামিনের সতীর্থ। তারও উচ্চতা ইয়ামিনের সমান। আশরাফ আলীর কথা, ‘আমরা খেলতে চাই। তবে সে ব্যবস্থা করতে হবে। তবেই না বিদেশ থেকে আমরা পদক আনতে পারব।’

পাবনার সুজানগরের ছেলে আলমগীর হোসেন মোস্তাকিম। ডান হাত স্বাভাবিকের চেয়ে ছোট। এ নিয়েই সংগ্রাম করে যাচ্ছেন তিনি। পড়ছেন মিরপুর সরকারী বাংলা কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। ছোটবেলায় বন্ধুদের খুনসুটি মনে করে আলমগীর বলেন, ‘ছোটবেলায় যখন বন্ধুদের সঙ্গে খেলতাম, অনুপ্রেরণার বদলে জুটতো মানসিক নির্যাতন।

বন্ধুরা বলত, যত ভালো খেলিস না কেন কখনো ভালো কোনো জায়গায় যেতে পারবি না।’ তবে র‌্যাকেট হাতে ভালোই খেলছেন তিনি। আলমগীরের কথা, ‘সরকার যদি আমাদের জন্য ভালো কিছু করত, তাহলে আমাদের কারো মুখাপেক্ষি হতে হতো না। আমরা দেশের জন্য সুনাম বয়ে আনতে চাই। এটা যেন নিয়মিত আয়োজন হয়।’

 

 

https://sangbad.net.bd/news/sports/2025/156013/